বাংলাদেশ ফ্রিল্যান্সার্স অ্যাসোসিয়েশন গঠন
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:06 Mar 2016 05:35:17 PM Sunday

প্রতীকী ছবি
আউটসোর্সিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রজন্ম বিক্ষিপ্তভাবে অনন্য সাফল্য অর্জন করেছে, সেই অর্জনকে সাংগঠনিক ভিত্তি দিয়ে বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনের পথে নবগঠিত অ্যাসোসিয়েশন কাজ করে যাবে।
বিশেষত আউটসোর্সিং এ দক্ষতা অর্জনে আন্তর্জাতিক মান সম্পন্ন সিলেবাস প্রনয়ণ, কোর্স ম্যানুয়াল ডেভোলপ করা, প্রশিক্ষণ প্রদানকারী ইনস্টিটিউটের অনুমোদন প্রদান, দক্ষ প্রশিক্ষক তৈরি। সর্বোপরি আউটসোর্সিং এর মাধ্যমে ৫ বিলিয়ন ডলার অর্জনে সরকারের সহযোগি হয়ে কাজ করা।
মো. আবু কায়সারকে আহ্বায়ক, মো. রুবেল হামজা, মো. মনির হোসেন ও মো. আসিফুজ্জামানকে যুগ্ম আহ্বায়ক এবং মো. আসাফুর রহমানকে সদস্য সচিব করে প্রাথমিকভাবে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. সরোয়ার হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম, সাব্বির আহমেদ, সফিউল আলম, নাবিলা খুরশিদ, আল মাহমুদ, মাহমুদুর রহমান মান্না, জি এম তাসনিম আলম, মারুফ হাসান বুলবুল ও মো. ইউসুফ আলী।
রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৬/ফিরোজ/মিথি
No comments:
Post a Comment