Friday, 12 February 2016

Bollywood star valentine day


বলিউড তারকাদের ভ্যালেন্টাইন টিপস

আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:13 Feb 2016   12:19:51 PM   Saturday   ||   Updated:13 Feb 2016   12:34:05 PM   Saturday
ছবির কোলাজ

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : আজ বাদে কাল বিশ্ব ভালোবাসা দিবস। দোর গোড়ায় কড়া নেড়ে বার বার তা জানান দিচ্ছে। এ নিয়ে প্রেমিক যুগলের মধ্যে চলছে নানা উন্মাদনা।

ভালোবাসা দিবস সামনে রেখে বলিউড তারকাদেরও রয়েছে নানা পরিকল্পনা। তারা পরামর্শও দিয়েছেন এ দিনটি কিভাবে কাটাবেন আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে। এ দিন কি করবেন কি করবেন না তাও জানিয়েছেন এ তারকারা। বলিউড তারকাদের টিপস নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।

রণবীর সিং : প্রেম, ইশক, মহাব্বতের জন্য প্রতিটি দিনই ভ্যালেন্টাইস ডে। এর আলাদা করে কোনো দিন থাকার মানে হয় না। তারপর গোবিন্দার হাদ কর দি আপনে থেকে তিনি বলেন, ‘প্রতিদিন ভ্যালেন্টাইনস ডে, প্রতি ঘণ্টা ভ্যালেন্টাইনস ঘণ্টা এবং প্রতি সেকেন্ড ভ্যালেন্টাইনস সেকেন্ড।’

কারিশ্মা তান্না : প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে-র দিন অবশ্যই ঘুরতে যাওয়া উচিত। আর অনেকটা সময় কাটানো উচিত।

কিম শর্মা : প্রচুর খাও, প্রচুর প্রেম কর। আর হ্যাঁ। প্রচুর কিস কর।

মন্দনা কারিমি : প্রচুর চকোলেট আর গোলাপ কিনে প্রিয়জনকে উপহার দাও। আর প্রচুর প্রেম কর।

সানি লিওন : আমি ওই দিন আমেরিকায় থাকব। তেমন কোনো পরিকল্পনা নেই। তবে সারপ্রাইজ অবশ্যই একটা আছে।

আথিয়া শেঠি : রোমান্টিক হতে ভুলে যেও না। ওটাই তো আসল।
অদিতি রাও হায়দারি : প্রত্যেককে ওই দিন বেস্ট হতে হবে। তবেই নিজের মনের মতো মানুষ খুঁজে পাওয়া যাবে।

আলি ফাজল : মনের মানুষের কাছে সত্যি কথা বল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত

No comments:

Post a Comment