Friday, 12 February 2016

1st Valentine day

বিয়ের পর তাদের প্রথম ভালোবাসা দিবস

আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:13 Feb 2016   12:31:07 AM   Saturday   ||   Updated:13 Feb 2016   01:01:11 PM   Saturday
ছবির কোলাজ

ছবির কোলাজ

আমিনুল ই শান্ত : প্রেমে তো লুকোচুরি থাকবেই। তা না হলে কী প্রেমের পূর্ণ স্বাদ পাওয়া যায়! অনেক অভিনয়শিল্পী রয়েছেন যারা ভালোবেসে লুকোচুরি খেলেছেন দীর্ঘদিন। তবে দীর্ঘ দিনের এমন কানামাছি খেলা ভেঙে সম্প্রতি তারা চার হাত এক করেছেন।

আবার অনেকে রয়েছেন, যারা ভালোবেসে নয় বিয়ে করেছেন পরিবারের পছন্দে। তবে তাদের প্রেমটা বিয়ের পরই গাঢ় হয়েছে। বিয়ের পর প্রথম বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছেন এমন অভিনয়শিল্পীকে নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।     
 
রোমানা-এলিন : গত বছর ৮ আগস্ট তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় অভিনেত্রী রোমানা খান। বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ দিন সন্ধ্যায় আমেরিকার কুইন্সের ফ্ল্যাশিং মেডোর অভিজাত কমিউনিটি সেন্টার ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের দুদিন আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের গায়ে হলুদ সম্পন্ন হয়। গায়ে হলুদ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা টনি ডায়েস ও প্রিয়া ডায়েস, লাক্স সুন্দরী, মডেল ও অভিনেত্রী মিলা হোসেন প্রমুখ।

বিয়েটা পারিবারিকভাবে হলেও বছর দেড়েক আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রোমানা। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হয় তার। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। দাম্পত্য জীবনের তৃতীয় অধ্যায়ের প্রথম ভালোবাসা দিবস উদযাপন করবেন তারা।   
 
এলিটা-আশফাক : জনপ্রিয় সংগীতশিল্পী এলিটা করিম। অন্যদিকে নির্মাতা আশফাক নিপুণ। গত বছরের ২৯ মে, শুক্রবার রাতে রাজধানীর অট্রিয়াম রেস্টুরেন্টে মালা বদল করে নতুন জীবনে পা রাখেন এলিটা-আশফাক। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপান্তরিত হয়।

বিয়ের সময় মিডিয়ার অনেক তারকাই উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, তাহসান, মিথিলা, ইরেশ জাকের, কনা, কোনাল, নুসরাত ফারিয়াসহ অনেকে। যদিও বিয়ের আগে মিডিয়ার কাছে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি এ দম্পতি।

তারপর অনেকটা সময় মধুচন্দ্রিমায় ঘুরে বেরিয়েছেন তারা। সুখ আর আনন্দের মাঝে কেটে যাচ্ছে সময়। বিয়ের পর এবারই প্রথম তারা ভালোবাসা দিবস একসঙ্গে পালন করবেন। 
 
শিমু-নজরুল : দাম্পত্য জীবন কাটাচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পী সুমাইয়া শিমু। গত বছর ২৮ আগস্ট নজরুল ইসলাম নামের একজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে পূর্ব পরিচিত কিংবা ভালোবেসে বিয়ে করেননি তিনি। পরিবারের পছন্দেই ঘর বেঁধেছেন তারা।

গত ঈদুল ফিতরের পরদিনই শিমু-নজরুলের আংটি বদল হয়। দুই পরিবারের সদস্যরা মিলে রাজধানীর একটি রেস্তরাঁয় আংটি বদলের কাজ শেষ করেন। তারপর বিয়ে। বিয়ের কিছুটা সময় দেশের বাইরে মধুচন্দ্রিমায় কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন এ অভিনেত্রী। এবার বিবাহিত জীবনে প্রথম ভালোবাসা দিবস উদযাপন করবেন শিমু।
 
নাঈম-নাদিয়া : গত ১৪ জানুয়ারি পারিবারিকভাবেই বিবাহ বন্ধন হন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী নাঈম ও নাদিয়া আহমেদ। তার পরদিন রাতে রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুব কমই জুটি বেঁধে কাজ করেছেন নাদিয়া ও নাঈম। তবুও অল্প সময়ে সবার অগোচরেই মনের লেনাদেনা হয়েছে তাদের। অবশেষে গাঁটছড়া বাঁধেন এ তারকা জুটি।

নাঈম ভালোবেসে প্রথমবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও নাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে। ২০০৮ সালের ২৮ ডিসেম্বর মডেল ও অভিনেতা মনির খান শিমুলকে ভালোবেসে বিয়ে করেছিলেন নাদিয়া। গত বছর তাদের দীর্ঘ পাঁচ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সব কিছু ভুলে নতুন করে জীবন শুরু করেছেন তারা। তাদের বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস উদযাপন করতে যাচ্ছেন নাঈম-নাদিয়া।
 
আলভি-যুথী : মাত্র কদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন লাক্স তারকা জিনাত হোসেন যুথী। বর জনপ্রিয় নির্মাতা আলভী আহমেদ। গত ২২ জানুয়ারি, শুক্রবার পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এ জুটির।

২০০৬ সালে নির্মাতা আলভীর সঙ্গে পরিচয় যুতীর। তারপর একসঙ্গে অনেক কাজ করেছেন তারা। যা কারণে পরস্পরকে যথেষ্ট চেনা জানা। যদিও বিয়ের পর্বটি পারিবারিক সিদ্ধান্তেই হয়েছে। সব কিছু ছাপিয়ে বেশ রোমান্টিক সময়ই পার করছেন তারা। আর বিয়ের পর প্রথমবারের মতো ভালোবাসা দিবস কাটাবেন আলভি-যুথী।
 
নিলয়-শখ : দীর্ঘ জল্পনা-কল্পনার পর চার হাত এক করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আনিকা কবির শখ ও নিলয় আলমগীর। গত ৭ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে শখের পুরান ঢাকার বাসায় এই তারকা জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। । উভয় পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়।

অভিনয়ের জুটি থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যেত শখ ও নিলয়কে। ২০১১ সালের নভেম্বরে টেলিকম কোম্পানির একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় কাছাকাছি আসেন এ দম্পতি। তারপর বিয়ে। এবার বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কাটাবেন এ জুটি।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৬/শান্ত

No comments:

Post a Comment