স্কুলের ভর্তি ফি একটি গাছের চারা
টিপু : রাইজিংবিডি ডট কম
Published:22 Dec 2015 03:13:47 PM Tuesday

প্রতীকী চিত্র
স্কুলের কর্তৃপক্ষের বক্তব্য, অনেক বাবা-মায়েরই স্বপ্ন থাকে তাদের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন। কিন্তু খরচের কথা চিন্তা করেই তাদের অনেককেই পিছিয়ে আসতে হয়। তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
স্কুলটি ছত্তীসগঢ়ের অম্বিকাপুর থেকে ২০ কিলোমিটার দূরে বরগই গ্রামে। এখানেই কয়েকজন যুবক ব্যক্তিগত উদ্যোগে এই ইংরেজি মাধ্যম স্কুলটি প্রতিষ্ঠা করেছেন।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশ সচেতনতার পাশাপাশি গরিব মা-বাবাদেরও ইংরেজি মাধ্যম স্কুলে তাদের সন্তানদের পড়াশোনা করানোর শখ পূরণ করাই হচ্ছে তাদের লক্ষ্য। শুধু তাই নয়, স্কুলে ভর্তি হওয়ার পর ওই বাচ্চাদের দিয়েই সেই গাছ লাগানো হচ্ছে। যাতে তারা পরিবেশ সম্পর্কে আরও সচেতন হয়।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা
রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৫/টিপু
No comments:
Post a Comment