Tuesday, 22 December 2015

Computer Speed 100 times

১০০ মিলিয়ন গুণ বেশি গতির কম্পিউটার!

মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:21 Dec 2015   04:36:26 PM   Monday   ||   Updated:21 Dec 2015   04:37:35 PM   Monday
১০০ মিলিয়ন গুণ বেশি গতির কম্পিউটার!
মোখলেছুর রহমান : কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে গুগল ঘোষণা করল যে তাদের কোয়ান্টাম কম্পিউটার ‘ডি-ওয়েভ এক্স২ সুপারকম্পিউটার’ সফলতার দেখা পেয়েছে। সর্বশেষ একটি গবেষণায় গুগল এই সফলতার দেখা পেয়েছে।

গুগল জানিয়েছে, এটি এমন একটি কম্পিউটার যা সাধারণ প্রচলিত ডেস্কটপ কম্পিউটারের চেয়ে ১০০ মিলিয়ন গুণ দ্রুত গতিতে কাজ করতে পারে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ল্যাব ২০১৩ সালে এক ঘোষণার জানিয়েছিল যে, তারা নাসার সঙ্গে যৌথভাবে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করবে।

গুগলের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক হার্টমার্ট নেভেন বলেন, পূর্ববর্তী পরীক্ষাগুলোতে কোয়ান্টাম কম্পিউটার তার কর্মক্ষমতা দেখাতে ব্যর্থ হয়েছিল কিন্তু সর্বশেষ পরীক্ষা যেখানে কোয়ান্টাম কম্পিউটারকে একটি গাণিতিক সমস্যা সমাধান করতে দেয়া হয়েছিল এবং তা প্রচলিত ডেস্কটপ কম্পিউটারের চেয়ে ১০০ মিলিয়ন গুণ দ্রুত গতিতে সমাধান করতে পেরেছে।

গবেষণায় দেখা গেছে, কোয়ান্টাম কম্পিউটারটিতে নির্দিষ্ট কোনো অ্যালগরিদমের সমাধান কয়েক সেকেন্ডের মধ্যে দিয়ে দিতে পারবে, যা প্রচলিত ডেস্কটপ কম্পিউটারের হয়ত বছরের পর বছর লাগত। কোয়ান্টাম কম্পিউটার কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের কঠিন এবং জটিল সমস্যাগুলোর সমাধান অবিশ্বাস্যভাবে করতে সক্ষম।

প্রচলিত ডেস্কটপ কম্পিউটার মাত্র দুইটি নির্দিষ্ট সংখ্যা ০ এবং ১ এর মাধ্যমে কাজ করে, যা ট্রানজিস্টর ব্যবহারের মাধ্যমে কোনো তথ্যকে বিট এর মাধ্যমে সংজ্ঞায়িত করে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার বিট এর বদলে কোয়ান্টাম বিট ব্যবহার করে কাজ করে যা ক্ষুদ্র কোয়ান্টাম স্কেলে গণনা করা হয়। এই কোয়ান্টাম বিটও ০ এবং ১ এর মধ্যেই সীমাবদ্ধ।

হার্টমার্ট নেভেন এক ঘোষণায় বলেন ‘ডি-ওয়েভ এক্স সুপারকম্পিউটার এর মাধ্যামে কোয়ান্টাম অ্যালগরিদম ছাড়াও এখন অন্যান্য গাণিতক সমস্যাও সমাধান করা যাবে। কোয়ান্টাম কম্পিউটিং সহজ হয়ে উঠতে আরো অনেক সময় লাগবে। এ জন্য আমাদেরকে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

নাসার এক্সপ্লোরেশন ডিরেক্টর রূপক বিশ্বাস করে বলেন, ‘এই প্রযুক্তি আমাদের ভবিষ্যত কাজের পদ্ধতি বদলে দেবে।’

তথ্যসূত্র: ইন্ডিপেডেন্ট




রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment